দীপাবলিতে দেবতাজ্ঞানে কুকুরকে পুজো করে নেপালবাসী
কাঠমান্ডু: দীপাবলি বা দেওয়ালি হল একটি পাঁচ দিন-ব্যাপী উৎসব। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। দীপাবলি ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মরিশাস, গুয়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, সুরিনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিজিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
বাংলা, আসাম, ওড়িশা ও মিথিলাতে এই দিনটি কালীপুজা হিসেবে উদযাপন করা হয়। কোথাও মা লক্ষীর পুজা করা হয়।তবে দীপাবলির ৫ দিনই নেপালে পালিত হয় কুকুর তিহার (Kukur Tihar)। রাস্তার কিংবা পোষা কুকুরকে এই ৫ দিন দেবতাজ্ঞানে পুজা করে নেপালবাসী।
নেপালে গোটা বছরই কুকুরদের খুব আদর-যত্ন করা হয়। দীপাবলির এই দিনগুলোতে তাদের আদর-যত্ন আরও বেড়ে যায়। ফুলের মালায় তাদের সাজানো হয়৷ খেতে দেওয়া হয় নানান রকম খাবার। তাদের সামনে প্রদীপও জ্বালানো হয়।


