সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে গুয়াহাটিতে এক লাখ মানুষের র্যালি
গুয়াহাটি: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) সমর্থনে অসমে ব্যাপক সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বিজেপি। শনিবার দলের রাজ্য কমিটি সিএএ-এর সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করেছিল। ওই পদযাত্রা গুয়াহাটির খানা পাড়াতে অনুষ্ঠিত হয়। বিজেপি সূত্রে খবর, এই পদযাত্রায় প্রায় এক লাখ দলীয় কর্মীর জমায়েত হয়েছিল।
এদিনের জমায়েতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক রাম মাধব-সহ দলীয় কর্মীরা। গুয়াহাটিতে সিএএ বিরোধী আন্দোলনের পর এটাই বিজেপির প্রথম সিএএ-এর সমর্থনে পদযাত্রা। এক বিজেপি কর্মী বলেন, গ্রাম থেকে গ্রামে, সিএএ নিয়ে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি।
সমূহ অসমবাসী ৰাইজ, বিজেপিৰ সমূহ কাৰ্যকৰ্তালৈ মোৰ আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ।
असम की जनता , भाजपा के सभी कार्यकर्ताओं का मैं ह्रदय से आभार करता हूँ । pic.twitter.com/Pc7IqZXcDW
— Jagat Prakash Nadda (@JPNadda) January 4, 2020
জেপি নাড্ডা বলেন, কংগ্রেস সিএএ-কে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে। ভুয়া তথ্য ছড়াচ্ছে। এই আইন সেসব উদ্বাস্তুদের জন্য যাঁরা নির্যাতিত হয়ে বহুদিন ধরে এদেশে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল আর সিএএ-কে একসাথে জুড়তে চাইছে কংগ্রেস।
জেপি নাড্ডার অভিযোগ, কংগ্রেস বলছে কাশ্মীরকে দেখেছেন? ওখানে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। এবার ভাবুন অসমের কী হবে? ওদের কাশ্মীরে যেতে দিন। ওরা গিয়ে দেখে আসুক সে রাজ্যের মানুষ কত ভালো আছে, আবেদন তাঁর।
নয়া এই আইনে, এদেশে আশ্রয় নেওয়া সংখ্যালঘু শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। বিরোধীদের অভিযোগ, এই আইন মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক আর সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।