Monday, March 24, 2025
দেশ

৩৩৬টি আসন নিয়ে সরকার গড়তে চলেছে মোদীর নেতৃত্বাধীন NDA জোট, ধরাশায়ী অন্যরা

নয়াদিল্লি: ১৭তম লোকসভা নির্বাচনে সাত দফার ম্যারাথন ভোট গ্রহণের পর বিভিন্ন জরিপকারী সংস্থা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে ফের ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশের মানচিত্রে এখন শুধু পদ্মফুল। অব্যাহত রইল মোদী-শাহের বিজয় রথ।

নিউজ১৮ বলছে, ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে চলেছে মোদি নেতৃত্বাধীন এই জোট। সরকার গঠনের জন্য ২৭২ আসনের দরকার হলেও নিউজ১৮ ও আন্তর্জাতিক জরিপসংস্থা আইপিএসওএসের বুথ ফেরত জরিপের ফল বলছে, তিন শতাধিক আসন নিয়ে কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ জোট। ৫৪২ টি আসনের মধ্যে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখতে চলেছে বিজেপি। এনডিএ’র অন্যান্য শরিকদের ঝুলিতে পুরছে ৬০টি আসন।

সমীক্ষা অনুযায়ী, রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী জুটির ম্যাজিকেও সারা দেশে পঞ্চাশের বেঞ্চমার্কও পার হতে পারছে না কংগ্রেস। কংগ্রেস মো ট ৪৬ টি এবং ইউপিএ জোটের অন্যান্য দলগুলো ৩৬টি আসন পেতে পারে। সব মিলিয়ে ইউপিএর খাতায় জমা পড়ছে মোট ১২৪টি আসন।

নিউজ১৮ এর সমীক্ষায় প্রকাশ, মোদী-শাহ ম্যাজিকে ফেডারেল ফ্রন্ট থিয়োরিও মিশে গেল ধুলোয়। উত্তরপ্রদেশে দাগ কাটতে ব্যর্থ মায়াবতী-অখিলেশের এসপি-বিএসপি। অন্যদিকে, মহাজোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসেরও আসন সংখ্যা কমল পশ্চিমবঙ্গে।

টাইমস নাউ-এর বুথ ফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে অন্তত ২৮টি আসনে জয় পেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১১ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট দুটি আসনে জয় পেতে পারে।

ইন্ডিয়া টিভি ও পোলস্ট্র্যাটের বুথ ফেরত জরিপ বলছে, মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই আবারো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছে। ৪২ আসনের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৬, কংগ্রেস ২, বিজেপি ১৪ আসনে জয় পাবে বলে আভাস দেয়া হয়েছে। তবে এবারই প্রথম পশ্চিমবঙ্গে কোনও আসন পায়নি বামফ্রণ্ট। হিমাচল প্রদেশের সবকটি আসনই পেয়েছে বিজেপি। গুজরাটে ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৫টিরই বিজেপির দখলে।