Monday, March 24, 2025
দেশ

ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী: সমীক্ষা

নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রথম দফার ভোট শুরু হচ্ছে। ভোটের আগেই সি-ভোটারের একটি সর্বশেষ সমীক্ষা প্রকাশ করা হয়েছে। সি-ভোটারের সমীক্ষার ফলে ভোটপ্রাপ্তির হার ও সম্ভাব্য আসন সংখ্যায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট।

সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৩০.৭ শতাংশ ভোট পেলেও বড় জোর ১৪২ আসন পেতে পারেন তাঁরা। তৃণমূল, বাম, এসপি, বিএসপি বা আপের মতো দুই জোটের বাইরের দলগুলো পেতে পারে ১৩৪ আসন। মোট ভোটের ২৭.৪ শতাংশ ভোট পেতে পারে এ দলগুলো।

সি-ভোটার জানাচ্ছে, সরকার গড়ার খুব কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন নরেন্দ্র মোদী। দেশের ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে যেখানে ২৭২ আসন দরকার, শরিকদের নিয়ে মোদির জোট এনডিএ ২৬৭ আসন পেতে পারে। ৪১.৩ শতাংশ ভোট পেতে পারে এনডিএ জোট।

গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২ আসন। এবার মোদীর দল ৬০ আসন খুইয়ে ২২২ আসন পেতে পারে বলে সমীক্ষায় পূর্বাভাস দেয়া হয়েছে। শিবসেনাসহ এনডিএর অন্য শরিক দলগুলো ৪৫ আসন পেতে পারে বলে জানাচ্ছে সি-ভোটারের সমীক্ষা।

অন্যদিকে ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেসের ৪৪ আসন এবার অনেকটা বাড়লেও রাহুল গান্ধীর দল তিন অঙ্কে পৌঁছাতে পারছে না বলে ধারণা করছে সমীক্ষাটি। ইউপিএর শরিক দলগুলো ৫১ পেলেও কংগ্রেসের আসন ৯১টির বেশি বাড়ছে না বলে সি-ভোটারের পূর্বাভাস। তবে কংগ্রেস জোট ৩০.৭ শতাংশ ভোট পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষা।