বিহারে উপনির্বাচনে বিরাট জয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের, চারটির মধ্যে চারটিতেই জয়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহার বিধানসভার সাম্প্রতিক উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চারটি আসনে অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ জোট সমস্ত আসনেই জয়লাভ করেছে। এর ফলে রাজ্যে বিজেপি ও তার শরিকদের রাজনৈতিক শক্তি আরও মজবুত হলো।
বিজেপি নিজে দুটি আসনে জয় পেয়েছে। এর মধ্যে একটি ছিল বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত, যেখানে তারা স্বাভাবিকভাবেই সুবিধা ধরে রেখেছিল। অন্যদিকে, শরিকদের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম) ও বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। তারা যথাক্রমে একটি করে আসনে জয়ী হয়ে এনডিএ-র সামগ্রিক ফলাফলে অবদান রাখে।
এদিকে, বিহারের এই উপনির্বাচনের মাধ্যমেই ভোট ময়দানে নেমেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের (পিকে) দল । তবে চারটি আসনেরও একটিতেও জিততে পারেনি তারা। এমনকি ৩টি আসনে প্রার্থীদের জমানত পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে!
এই নির্বাচনের ফলাফল রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এনডিএ নেতারা এই জয়কে জনগণের আস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি সমর্থন হিসাবে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে, বিরোধীরা অভিযোগ করেছে যে প্রশাসনিক অপব্যবহার ও আর্থিক ক্ষমতার প্রভাব ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
এই উপনির্বাচন শুধুমাত্র চারটি আসনের ফলাফল নয়, বরং ২০২৫ সালে বিহারে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।