দূরদর্শনের ক্যামেরাম্যানকে মারতে চায়নি তারা, চিঠি দিয়ে দাবি মাওবাদীদের
নয়াদিল্লি: সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলা চালানোর কোনও উদ্দেশ্যেই ছিল না। মাওবাদী অধ্যুষিত এলাকায় এলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঘুরবেন না। দুরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহুর নিহত হওয়ার ঘটনায়, শুক্রবার সকালে এভাবেই প্রেস বিবৃতিতে প্রতিক্রিয়া জানাল নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)।
তবে মাওবাদীদের এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব। মাওবাদীদের প্রেস বিবৃতির জবাবে তিনি প্রশ্ন তুলেছেন, যদি মিডিয়ার উপর হামলার ইচ্ছা না থেকে থাকে তাহলে ক্যামেরা লুট করা হল কেন? তিনি বলেন, প্রথম কয়েক মিনিটের ঘটনাক্রম রেকর্ড করা হয়েছিল বলেই ক্যামেরা লুট করা হয়। তাছাড়া ক্যামেরাম্যানের শরীরে একাধিক বুলেটের আঘাত এবং খুলি ভেঙে যাওয়া প্রমাণ করে ভুলবশত তাঁকে খুন করা হয়নি। মাওবাদীরা তাদের বিরুদ্ধের সব প্রমাণ নষ্ট করতে চেয়েছিল বলেই দুরদর্শনের ক্যামেরাম্যানকে খুন করা হয়।
Naxals release a statement on Dantewada attack, saying ‘DD Cameraman Achutyanand Sahu was killed after being caught in the ambush and we had no intention of targeting the media.’ pic.twitter.com/bAoEQ8ScaS
— ANI (@ANI) 2 November 2018
প্রসঙ্গত, মঙ্গলবার দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় প্রাণ হারান মোট তিনজন। যার মধ্যে একজন দূরদর্শনের ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাহু এবং অন্য ২জন পুলিশ আধিকারিক। অচ্যুতানন্দ সাহুর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল বের করেছিলেন সাংবাদিকরা। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে সেই মিছিল থেকে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলার নিন্দা করা হয়।