ভারতীয় নৌসেনার হাতে আসছে ৫০,০০০ কোটি টাকার ৬টি অত্যাধুনিক সাবমেরিন
নয়াদিল্লি: ভারত মহাসাগরে চিনের প্রভাব রুখতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় নৌসেনা। ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াতে কেনা হবে ছ’টি অত্যাধুনিক সামরিক ডুবোজাহাজ। ভারতীয় সেনার প্রোজেক্ট-৭৫ প্রকল্পের মাধ্যমেই কেনা হবে এই ছ’টি নতুন সাবমেরিন।
এই মুহূর্তে মুম্বাইয়ের মাজগাঁও ডকে যে স্করপিন ক্লাসের ডুবোজাহাজগুলি বানাচ্ছে ভারত, তার থেকে এই ডুবোজাহাজগুলি আকারে অন্তত ৫০ শতাংশ বড়। ভারত যে সাবমেরিন কেনার সিদ্ধান্ত নিয়েছে, তার ইঞ্জিন হতে হবে ডিজেল-বিদ্যুৎচালিত।
সংবাদসংস্থাকে ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী এই সাবমেরিনে থাকবে ১২ ক্রুজ ক্ষেপণাস্ত্র। সঙ্গে থাকবে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও। ওইসব ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে ৫০০ কিলোমিটার। ১৮টি ভারী টর্পেডো বহন ও ছোঁড়ার ক্ষমতা থাকবে ওই সাবমেরিনের।
স্করপিন গোত্রের সাবমেরিনের সঙ্গে তুলনা করলে নতুন এই ৬ সাবমেরিন হবে অনেক বেশি শক্তিশালী। এক্ষেত্রে ওই সাবমেরিনের প্রধান হাতিয়ার হবে সারফেস টু সারফেস মিসাইল। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের হাতে আছে মোট ১০০টি সাবমেরিন এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ। সেখানে পাকিস্থানের হাতে রয়েছে ২০টি সাবমেরিন।