’পাকিস্থান প্রেমী’ কংগ্রেস নেতা সিধুকে মন্ত্রিসভা থেকে সরানোর গণদাবি
অমৃতসর: গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সেবার পাকিস্তানি সেনা প্রধানকে আলিঙ্গন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সিধু। এবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানকে কাঠগড়ায় তুলতে নারাজ সিধু। যার জেরে কপিল শর্মার শো থেকে বহিষ্কার করা হয়েছে সিধুকে। এবার সিধুকে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে হঠানোর গণদাবি উঠল।
পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা সিধু। তিনি বলেন, এটা কাপুরুষোচিত কাজ। আমি দৃঢ়ভাবে এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটি যারা ঘটিয়েছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিৎ।যে ঘটনা ঘটেছে পুরো আন্তর্জাতিক মহলে এর নিন্দা হওয়া উচিৎ। ভেতর থেকে আত্মউপলব্ধী হওয়া দরকার। আলোচনার মধ্যমে একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। আন্তর্জাতিক কমিউনিটিকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি হওয়া দরকার।
এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিলো তবে এরপরেই বিতর্কিত মন্তব্য করে দেশবাসীর রোষাণলে পড়েন তিনি। কোনও দেশের নাম উল্লেখ না করে সিধু বলেন, মুষ্টিমেয় কিছু লোকের জন্য পুরো জাতিকে দোষারোপ করা কি ঠিক? সন্ত্রাসের কোনও দেশ, ধর্ম বা জাত হয় না। এমনকি হিংসার পথে না গিয়ে পাকিস্তানের আলোচনার পক্ষেও সওয়াল করেন সিধুর।
সিধুর এহেন মন্তব্যের পর তাঁকে নিয়ে সমালোচনায় সরব হন নেটিজেনরা। অনেকেই সিধুকে পাকিস্তানের দালাল বলছেন। কপিল শর্মার শো থেকে সিধুকে বাদ দেওয়ার পর এবার সিধুকে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে সরানোর দাবি উঠেছে। টুইটারে ছড়িয়ে পড়েছে #SackSidhuFromPunjabCabinet।