Sunday, March 16, 2025
দেশ

পাঞ্জাবের মন্ত্রিসভার সব কমিটি থেকে বাদ সিধু

অমৃতসর: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর পাঞ্জাবে কংগ্রেসের অন্তর্কোন্দল আরো প্রকাশ্যে চলে এসেছে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে বিরোধের জেরে গুরুত্বপূর্ণ দফতর কেড়ে নেয়া হয়েছিল মন্ত্রী নভজ্যোত সিং সিধুর। দেয়া হয়েছিল তুলনায় হালকা দফতর। এবার আরো ডানা ছাঁটা হলো সিধুর। বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নে মূল ভূমিকা নেয় যে ৮টি উপদেষ্টা কমিটি, তার সবক’টি থেকেই বাদ দেয়া হল সিধুকে।

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ১৩টি আসনের মধ্যে আটটিতে জিতেছে কংগ্রেস। আসলে এই নির্বাচনের প্রার্থী পদ নিয়েই  সমস্যার সূত্রপাত। সিধু মনে করেন মুখ্যমন্ত্রী চাননি বলেই তাঁর স্ত্রী অমৃতসর আসন থেকে প্রার্থী হতে পারেননি। আবার  ভোটের ফল প্রকাশের পর হারের দায় সিধুর উপরেই চাপিয়েছেন অমরিন্দর।

লোকসভা নির্বাচনের সময় পর্যন্ত পাঞ্জাবের পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্বে ছিলেন সিধু। ভোটের ফল বের হওয়ার পর মন্ত্রিসভার রদবদলে তার হাত থেকে ওই গুরুত্বপূর্ণ দফতরটি কেড়ে নেয়া হয়। সিধুকে দেয়া হয় তুলনায় হালকা বিদ্যুৎ ও শক্তি দফতরের দায়িত্ব। মন্ত্রিসভায় তার দায়িত্ব কমিয়ে দেওয়া হচ্ছে, এই খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকও এড়িয়ে যান সিধু। নতুন দফতরের দায়িত্বও এখনও পর্যন্ত গ্রহণ করেননি তিনি।

এদিকে মন্ত্রিসভায় তাঁর গুরুত্ব কমিয়ে দেওয়ায় সোমবার সকালে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে দেখা করেন সিধু। রাহুলকে একটি চিঠিও দিয়েছেন তিনি। সে কথা জানিয়ে টুইটারে নিজেই একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে রাহুল এবং সিধু ছাড়াও আছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল।