Sunday, September 15, 2024
দেশ

লোকসভায় পেশ দিল্লি সার্ভিসেস বিল, মোদী সরকারকে সমর্থন জানালেন নবীন পট্টনায়েক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় দিল্লি সার্ভিসেস বিল (Delhi Services Bill)। এদিন বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিলটি সংসদে পেশ হতেই তীব্র আপত্তি জানায় বিরোধীরা।

বিরোধীদের বড়সড় ধাক্কা দিয়ে বিলটিকে সমর্থন জানিয়েছে নবীন পট্টনায়েকের বিজেডি। ওড়িশার শাসকদল বিজেডি জানিয়েছে, দিল্লি সার্ভিসেস বিল নিয়ে তারা মোদী সরকারকে সমর্থন জানাবে।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি।

দিল্লি সার্ভিসেস বিলটিকে আটকে দিতে উঠেপড়ে লেগেছে I.N.D.I.A জোট। কিন্তু বিজেডি আর ওয়াইএসআর কংগ্রেস পার্টির সমর্থনে অনায়াসে বিলটিকে রাজ্যসভায় পাশ করিয়ে নিতে পারবে বিজেপি। Times Now