অনন্তনাগে কী করছেন NSA অজিত ডোভাল, দেখুন ভাইরাল ভিডিওতে
অনন্তনাগ: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর কেন্দ্র। সোপিয়ানের পর শনিবার অনন্তনাগে সেখানকার স্থানীয়দের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
৩৭০ ধারা বিলোপের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, উপত্যকার মানুষ যাতে শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন, যাঁরা ঈদের জন্য ঘরে ফিরবেন, তাঁরা যাতে শান্তিতে ফিরতে পারেন, সব দেখবে সরকার।
ANANTNAG: National Security Advisor Ajit Doval interacts with locals in Anantnag, an area which has been a hotbed of terrorist activities in the past. #JammuAndKashmir pic.twitter.com/dUd7GPvS2W
— ANI (@ANI) August 10, 2019
শনিবার সংবাদ সংস্থা ANI প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেল, কাশ্মীরের অনন্তনাগে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে কথা বলছেন ডোভাল। কুরবানির জন্য আনা ভেড়ার গায়ে হাত বুলিয়ে স্থানীয়দের থেকে জানলেন কত ওজন, কোথা থেকে আনা হয়েছে—ইত্যাদি ইত্যাদি।
এরপর ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন ডোভাল। ‘ইদ মুবারক। ডোভাল জানিয়েছেন, সরকার দেখছে যাতে ঈদ পালনে কোনো অসুবিধা না হয়। যাঁরা কাশ্মীরের বাইরে থাকেন এবং যাঁরা ইদে ঘরে ফিরতে চান তাঁদের ঘরে ফেরানোর দায়িত্ব সরকারের।
ঈদ উপলক্ষ্যে গতকাল রাত থেকে উপত্যকায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে। সোপিয়ানে সফরের দিন থেকেই স্থানীয় মানুষরা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে থাকতে পারে সেই দিকটি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন ডোভাল। খাবার, পানীয় জলের সরবরাহও যাতে ঠিক থাকে সেই বিষয়টিও নজরে রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।