Thursday, September 19, 2024
দেশ

অবিলম্বে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি জানালো জাতীয় সংখ্যালঘু কমিশন

নয়াদিল্লি: জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রধান সৈয়দ ঘ্যায়োরুল হাসান রিজভি দাবি করেছেন, অবিলম্বে নিষ্পত্তি হওয়া দরকার অযোধ্যা নিয়ে চলা বিতর্কের। যা একমাত্র সম্ভব হতে পারে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে। তাই শ্রীঘ্রই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হোক। এমনকি অযোধ্যায় যাতে দ্রুত রাম মন্দির নির্মাণ করা হয় তা নিয়ে চলতি মাসেই বৈঠকে বসতে চলেছে জাতীয় সংখ্যালঘু কমিশন।

এ প্রসঙ্গে জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রধান জানিয়েছেন, অযোধ্যা নিয়ে ক্রমাগত অবস্থার অবনতি হচ্ছে। তাঁর কথায়, বর্তমানে যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে। যা কখনই কাম্য নয়। তিনি আরও বলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণই এই সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায়।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ফৈজাবাদে বাবরি মসজিদ গড়ে উঠেছিল। বলা হয়, ১৫২৮-২৯ সালে মোঘল সম্রাট বাবরের নির্দেশ মেনে মীর বাকী এই মসজিদ গড়ে তোলেন পরে যার নামকরণ সম্রাট বাবরের নামে করা হয়। তবে হিন্দুদের একাংশের মতে, এই জায়গাটি রামের জন্মভূমি। এবং যেখানে মসজিদ গড়ে তোলা হয়েছে, সেখানে আগে রাম মন্দির ছিল। তা ভেঙে মুসলমান শাসক বাবর মসজিদ বানান।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর বিতর্কিত জমি নিয়ে মামলা দায়ের করা হয়। এখনও সেই সংক্রান্ত মামলার নিষ্পত্তি ঘটেনি। সুপ্রিম কোর্টে শুনানি চলছে সেই মামলার। শীর্ষ আদালত অযোধ্যা মামলার শুনানি আগামী বছরের জানুয়ারি মাস পর্ষন্ত পিছিয়ে দিয়েছে।