ল্যান্ডার বিক্রমকে ‘হ্যালো’ মেসেজ পাঠাল নাসা
বেঙ্গালুরু: গত ৭ সেপ্টেম্বর রাতে ইসরোর পাঠানো চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের ‘সফট ল্যান্ডিং’ এর জায়গায় হয়ে যায় ‘হার্ড ল্যান্ডিং’। আর তাতেই ঘটে যায় বিপত্তি। সেই রাত থেকেই বিক্রমের সাথে ইসরোর বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকেই অক্লান্ত পরিশ্রম করে বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছে ইসরো।
৩৬ ঘণ্টার মধ্যে চাঁদের মাটিতে বিক্রমে সন্ধান পাওয়া গেলেও, যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কোনওরকম চেষ্টার ত্রুটি রাখনি ইসরো। এদিকে, চাঁদে পৌঁছানোর পাঁচদিনের মাথায় বিক্রমের সঙ্গে বেতার যোগযোগ স্থাপনের জন্য ইসরোকে সাহায্য করতে এগিয়ে আসল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
জানা যাচ্ছে, নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে নাসার অ্যান্টেনা বিক্রমকে ‘হ্যালো’ বার্তা পাঠিয়েছে নাসা ৷ ইসরোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে নাসা বলে জানা গেছে। সূত্রের খবর,বিক্রমের সঙ্গে যোগাযোগে চেষ্টা চালানো হচ্ছে। নাসা জানিয়েছে, নাসা/ জেপিএল চেষ্টা করছে ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করার।
নাসা জানিয়েছে, ডিএসএন ২৪ বিম চাঁদের মাটিতে বিক্রমকে খুঁজতে তৎপর হয়েছে। এজন্য নাসারর জেট প্রপালসন ল্যাবরেটরি রীতিমতো মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরোর পাশে থেকে। পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ ধরার নাছোড় চেষ্টায় সবরকমের উদ্যোগ নিয়ে ভারতের পাশে দাঁড়াল নাসা।