ইসরোর প্রচেষ্টাকে কুর্নিশ জানাই, মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করতে চাই: নাসা
নয়া দিল্লি: চাঁদের মাটি ছোঁয়ার আগেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হওয়ায় চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালানো এই মুহূর্তে সম্ভব হল না ভারতের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয় ইসরোর। তবে ভারতের চন্দ্রাভিযান-২ শতভাগ সফল না হলেও ইসরোর সেই প্রচেষ্টা নজর কেড়েছে গোটা বিশ্বের। ইসরোর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার তরফে টুইট করে জানানো হয়েছে, মহাকাশ খুবই চ্যালেঞ্জিং জায়গা। ইসরো যে প্রচেষ্টা করেছে তা সাফল্যের দাবিদার। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ২ নামানোর চেষ্টার প্রশংসা করছি। ইসরো এই কাজে আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমরা একসঙ্গে কাজ করতে চাই।
Space is hard. We commend @ISRO’s attempt to land their #Chandrayaan2 mission on the Moon’s South Pole. You have inspired us with your journey and look forward to future opportunities to explore our solar system together. https://t.co/pKzzo9FDLL
— NASA (@NASA) September 7, 2019
এর আগে নাসা জানিয়েছিল, গত ৬ দশকে মাত্র ৬০ শতাংশ চন্দ্রাভিযান সফল হয়েছে। গত ৬০ বছরে ১০৯ টি চন্দ্রাভিযানের মধ্যে মাত্র ৬১টি সফল হয়েছে, যা মাত্র ৬০ শতাংশ। তবে ইসরোর প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। ইসরো প্রায় সফল হয়ে গিয়েছিল। মাত্র ২.১ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়েছে। ইসরোর সাফল্য এখানেই যে, অরবিটারের আয়ু বেড়ে সাত বছর হয়েছে।
শনিবার গভীর রাতে ইসরোর চন্দ্রযান-২ এর ল্যান্ডারটি চাঁদের মাটির খুব কাছাকাছি এসে যোগাযোগ বিছিন্ন হয়। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আগামী ৭ বছর কাজ করবে অরবিটার। ইসরো চেয়ারম্যান জানিয়েছেন, অভিযানের প্রতিটি ধাপের সাফল্যের পর্যালোচনা হয়েছে। ৯০-৯৫ শতাংশ সফল হয়েছে মিশন।