Friday, March 21, 2025
Latestদেশ

চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের ছবি প্রকাশ করল নাসা

ওয়াশিংটন: চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের ঐতিহাসিক প্রয়াসের সময় গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে, ফলে চন্দ্রপৃষ্ঠে ‘হার্ড ল্যান্ডিং’ হয়। শুক্রবার চাঁদের মাটিতে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের অবতরণ স্থলের হাই-রেজোলিউশন ছবি প্রকাশ করল নাসা। তবে বিক্রম এখন ঠিক কোথায় রয়েছে, তা এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে নাসা।

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, যেখানে ল্যান্ডার বিক্রমের নামার কথা ছিল, চাঁদের সেই জমি যথেষ্ট এবড়োখেবড়ো ও গর্তে ভর্তি। এই কারনেই সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়েছিল বিক্রম। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা লুনার রেকনেসাঁ অরবাইটার ক্যামেরা (LROC)-র মাধ্যমে এই ছবি তুলেছে।


নাসা জানিয়েছে, চাঁদের মাটিতে সিমপেলিয়াস এম এবং মানজিনাস সি ক্রেটারের মাঝে অবস্থিত সমতল ভূমিতে ‘হার্ড ল্যান্ডিং’ করেছিল বিক্রম। ১৭ সেপ্টেম্বর এই ছবিগুলি তুলেছিল নাসার লুনার রেকোনাইসাঁ অরবিটার (LROC)। নাসা আরও জানিয়েছে, যখন অবতরণস্থলের ছবি তোলা হয়েছে, তখন গোধুলী ছিল। সে জন্য বড় ছায়া পড়তে দেখা গিয়েছে। বিক্রম ল্যান্ডার ছায়ায় লুকিয়ে থাকতে পারে।

নাসা জানিয়েছে, আগামী ১৪ অক্টোবরে এলআরও যখন ফের অবতরণস্থলের উপর দিয়ে যাবে, তখন ভালো আলো পাওয়া যাবে। তখন ফের ল্যান্ডার বিক্রমের অবস্থান জানার চেষ্টা করা হবে।