Monday, March 17, 2025
রাজ্য​

দিদির নৌকা ডুবতে চলেছে: মোদী

শিলিগুড়ি: শিলিগুড়ির মাটিগাড়ার মেডিক্যাল কাওয়াখালির মাঠে জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজকের এই বিশাল জনসভা দেখেই বুঝতে পেরেছি, মমতার নৌকা এবার ডুবতে চলেছে। আপনাদের শুভেচ্ছাতেই সবার সঙ্গে টক্কর দিতে তৈরি চৌকিদার।

প্রধানমন্ত্রী বলেন, আমি কৃতজ্ঞ আপনাদের সমর্থন পেয়ে। এই শক্তিশালী বিশ্বাসের জন্য আপনাদের এই চৌকিদার বড়বড় দের সঙ্গে যুদ্ধ করতে পারছে। মোদী বলেন, আপনাদের শুভেচ্ছাতেই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পেরেছি। যে গতিতে বাকি রাজ্য এগিয়েছে, সেই গতিতে বাংলা এগোতে পারেনি।

মোদী জানান, বাংলার উন্নয়নে স্পিডব্রেকার দিদি। স্পিডব্রেকার দিদি এই উন্নয়নমূলক প্রকল্পে ব্রেক লাগিয়ে দিয়েছে। দিদির সরকার গরিবদের লুঠ করেছে। রাজ্যের ৭০ লক্ষ কৃষকের উন্নতির জন্য করা প্রকল্পে দিদি ব্রেক লাগিয়েছেন। সরাসরি টাকা পৌঁছত কৃষকদের অ্যাকাউন্টে, তাতে বাধা দিয়েছেন দিদি।

নরেন্দ্র মোদী বলেন, আপনারা এত ভালোবাসা দেখাচ্ছেন, দিদির রাতের ঘুম তো উড়ে যাবে! বাংলা এত ভালোবাসা দেখাচ্ছে, মাথা নিচু করে আপনাদের ভালোবাসা গ্রহণ করছি। সমস্ত বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করছে। গ্রামে গ্রামে শৌচালয়, বিদ্যুৎ, স্বাস্থ্যপ্রকল্পে জোর। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের মানুষ কিছুটা লাভবান হয়েছে। রাজ্যের মানুষ আরও লাভবান হতেন, যা দিদির বাধায় হয়নি। এই স্পিডব্রেকার হঠে যাবে, সেই অপেক্ষাতেই আছি। আপনাদের চাওয়ালা, উত্তরবঙ্গের চা শিল্পের উন্নতিতে বদ্ধপরিকর। বাংলার উন্নয়ন করবে বিজেপি সরকার।