Saturday, February 8, 2025
দেশ

ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে মোদী, ফোনালাপের পর জানালেন ট্রাম্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে যাচ্ছেন। এই সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প ও মোদীর মধ্যে টেলিফোনে কথা হয়। এর পরেই এই সফরের কথা জানানো হয়। ট্রাম্প জানান, মোদী হোয়াইট হাউসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্প বলেন, “সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে। তিনি আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারিতে, হোয়াইট হাউসে আসবেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।” হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও মোদী ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও ইউরোপে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন।

এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প জানান, তিনি মোদীর কাছে আবেদন করেছেন যেন ভারত আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম আরও বেশি পরিমাণে কেনে। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসন ইস্যু নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, “অভিবাসন নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।” উল্লেখ্য, আমেরিকার অভিবাসীদের মধ্যে একটি বড় অংশই ভারতীয়। সম্প্রতি কলম্বিয়া আমেরিকা থেকে বিতাড়িত অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানালে ট্রাম্প দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদী এক্সে জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে খুশি। তাঁর কথায়, “আমরা একসঙ্গে কাজ করব, যাতে আমাদের জনগণের কল্যাণ হয় এবং বিশ্বে শান্তি ও সমৃদ্ধি আসে।” মোদী ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। ২০১৯ সালে হিউস্টনে এবং ২০২০ সালে আহমেদাবাদে দুই নেতা একসঙ্গে বড় জনসভায় ভাষণ দিয়েছিলেন।

এই সফরকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরে দুই দেশের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা দুই দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে। প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের তারিখ ও কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।