Sunday, June 22, 2025
Latestদেশ

দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: ভারতের আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী তার উপর নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ চলছেই। বেশ কয়েকটি রাজ্য হাতছাড়া হয়েছে বিজেপির। সবমিলিয়ে বর্তমানে সময়টা খুব ভালো যাচ্ছে না দ্বিতীয় মোদী সরকারের। তবে সম্প্রতি ইন্ডিয়া টুডে গ্রুপের একটি সমীক্ষা বলছে, এখনও দেশের চালক হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছেন অধিকাংশই মানুষ।

ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’ সার্ভেতে দেখা গিয়েছে, দেশের সবথেকে বেশি মানুষ বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদীই দেশের সেরা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় অবস্থানে রয়েছেন অটল বিহারী বাজপেয়ী। চতুর্থ নম্বরে রয়েছেন জওহরলাল নেহরু।

সমীক্ষায় সাফ বলা হয়েছে, এখনও জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব এখনও নেই। ৬৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কাজ ‘ভালো’ বা ‘খুব ভালো’ মনে করেন। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফের মোদীকেই চাইছেন তাঁরা।

সমীক্ষা অনুযায়ী, ৩৪ শতাংশ মানুষ মনে করেন নরেন্দ্র মোদীই দেশের সেরা প্রধানমন্ত্রী। ১৬ শতাংশ মনে করেন ইন্দিরা গান্ধীই সেরা। ১৩ শতাংশ মনে করেন বাজপেয়ীই দেশের সেরা প্রধানমন্ত্রী। ৮ শতাংশ মনে করেন জওহরলাল নেহরুই দেশের সেরা প্রধানমন্ত্রী। আর ৫ শতাংশ মনে করেন রাজীব গান্ধীই দেশের সেরা প্রধানমন্ত্রী।