২৮ মে, মঙ্গলবার শপথ নিতে পারেন মোদী
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী পাওয়ার পর এখন সবারই প্রশ্ন, তিনি কবে শপথ নিচ্ছেন। দলীয় উচ্চ পর্যায়ের সূত্রের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝিতে তার শপথ অনুষ্ঠান হতে পারে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় তারিখটি হচ্ছে, আগামী মঙ্গলবার, ২৮ মে।
গত লোকসভা নির্বাচনে ১৬ মে ভোট গণনা হয়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নিয়েছেন ২৬ মে। আর এবারে ২৮ মে-কে সবচেয়ে সম্ভাবনাময় তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত সরকারি ভাবে বিজেপি নেতৃত্ব মোদীর শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেনি।
ওই সূত্র জানাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দিল্লির মসনদে ফেরার পরেই সরকারের শপথগ্রহণের দিন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রবল মোদী-ঝড়ে এনডিএ এবার ৩৫০-র বেশি আসন পেয়েছে।
এদিন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সমর্থকদের মোদী বলেন, মেঘেদের দেবতারাও আজ আমাদের উদযাপনে শামিল হয়েছেন। তিনি বলেন, যদি আজ কেউ বিজয়ী হয়ে থাকেন, তবে সেটা জনগণ ও গণতন্ত্র। আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে চাই। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, তার দলকে ব্যাপক ম্যান্ডেটের মাধ্যমে বর্ণপ্রথা ও অপরাজনীতির দূর করা হয়েছে।