Tuesday, September 26, 2023
Latestআন্তর্জাতিক

ভারত-ইজরায়েল সম্পর্কে নতুন মোড় উদ্বেগে পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর দুই দেশের গণমাধ্যম তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্ব পাচ্ছে। প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক মহল।বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক আরও মজবুত হওয়ারই ইঙ্গিত এটি। আমেরিকা, রাশিয়া এবং জার্মানিকে পিছনে ফেলে ইজরায়েলই ভারতের বৃহত্তম সরবরাহকারী দেশ। মোদির এই সফরে মহাকাশ, তথ্যপ্রযুক্তি, জল, কৃষিক্ষেত্র, সন্ত্রাসবাদ দমনে যৌথ উদ্যোগ প্রভৃতি বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন।

কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে কেন্দ্র করে ভয় পাচ্ছে পাকিস্থান। পাকস্থানি সংবাদমাধ্যম “ডন” এর প্রতিবেদনে প্রকাশিত হয়, পাকস্থানের সামরিক শক্তি প্রতিহত করার উদ্দেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফর গিয়েছেন৷