Sunday, June 22, 2025
Latestকলকাতা

নরেন্দ্র মোদী দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী: সুবীরানন্দ মহারাজ

কলকাতা: বেলুড় মঠে সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। তবে বেলুড় মঠের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ বললেন, নরেন্দ্র মোদী বেলুড় মঠে আসায় আমরা গর্বিত। উনি দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী।

কলকাতা সফরের দ্বিতীয় দিনে রবিবার যুগপুুরুষ স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা রাখেন সিএএ নিয়ে।

স্বামী সুবীরানন্দ বলেন, নরেন্দ্র মোদী দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী। তিনি এ কথা বলতেই বেলুড় মঠের অডিটোরিয়ামে করতালিতে ফেটে পড়ে। স্বামী সুবীরানন্দ বলেন, ঘরের ছেলে  ঘরে এসেছে। স্বামী  বিবেকানন্দ জন্মজয়ন্তী। প্রতিবছর এই দিনটিতে লাখ লাখ মানুষের ভিড় হয় বেলুড় মঠে। তবে এবারের একটু ব্যতিক্রম। কারণ, মঠের অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেলুড় মঠে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বেলুড় মঠে আসা আমার কাছে বাড়িতে ফেরার মতো। মোদী বলেন, রাতে আমাকে মঠে থাকতে দেওয়ার জন্যে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। নমো বলেন, স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন মহান ব্যক্তি  ছিলেন না। তিনি এক জীবন ধারা ছিলেন। তিনি গরিব মানুষের জন্যে কল্যাণমূলক কাজ করেছেন। দেশের যুব সমাজকে তাঁর থেকে অনুপ্রাণিত হওয়া উচিৎ।

এরপরেই বক্তৃতার শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, সিএএ নিয়ে যুব সমাজকে ভুল বোঝাচ্ছে কিছু মানুষ। দেশের যুবসমাজের অনেকেই সিএএ নিয়ে বিভ্রান্ত করছেন। তাদের সেই বিভ্রান্তি দূর করে এই আইন নিয়ে স্পষ্ট একটি ধারণা দিতে হবে। যুব সমাজকে জানাতে চাই, এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য।