Monday, March 17, 2025
দেশ

জনপ্রিয়তায় ভারতের সব প্রধানমন্ত্রীকে ছাপিয়ে গেলেন মোদী

নয়াদিল্লি: ভারতের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—এমনটাই মনে করছেন দেশের অধিকাংশ মানুষ। মোদীর জনপ্রিয়তা হার মানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তাকেও। এমনকি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও জওহরলাল নেহরুকেও জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন মোদী। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের করা ‘মুড অব দ্য নেশন পোল-২০১৯’ জরিপে উঠে এসেছে ভারতের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নাম।

এই জরিপে অংশ নেওয়া ভারতের ৩৭ শতাংশ মানুষ তাঁদের মতামতে জানিয়েছেন, তাঁদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী। এরপরই দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রীর জায়গায় রয়েছেন ইন্দিরা গান্ধী। ভারতের ১৪ শতাংশ মানুষ মনে করছেন, ইন্দিরা গান্ধীই ভারতের সেরা প্রধানমন্ত্রী।

তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। তাঁকে সেরা প্রধানমন্ত্রী মনে করছেন ১১ শতাংশ মানুষ। ৯ শতাংশ ভারতবাসীর কাছে সেরা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

যৌথভাবে ভারতের দুই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও রাজীব গান্ধীকে সেরা প্রধানমন্ত্রী মনে করছেন ৬ শতাংশ মানুষ। ভারতের ৫ শতাংশ মানুষ মনমোহন সিংকে সেরা প্রধানমন্ত্রী মনে করছেন। আর ৩ শতাংশ মানুষ সেরা প্রধানমন্ত্রী মনে করছেন গুলজারি লাল নন্দকে।

‘মুড অব দ্য নেশন পোল-২০১৯’ জরিপটি করা হয়েছিল ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের আগে। তা না হলে জম্মু-কাশ্মীর নিয়ে মোদী সরকারের এ সিদ্ধান্তের জেরে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যেত বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গেছে, ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটসের যৌথ উদ্যোগে ভারতজুড়ে জরিপটি করা হয়। যেখানে ৬৭ শতাংশ জরিপ করা হয় গ্রামের মানুষের ওপর এবং ৩৩ শতাংশ জরিপ করা হয় শহরের মানুষের ওপর। ১৯টি রাজ্যের ১৯৪টি বিধানসভা ও ৯৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে এই জরিপ চালানো হয়।