Monday, March 24, 2025
দেশ

টুইটারে ফলোয়ার সংখ্যায় ওবামা, ট্রাম্পের পরেই মোদী

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। সরকার ও দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোদীর সক্রিয়তা বরাবরই চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় এই সক্রিয়তার ফলসরূপ মোদীর মুকুটে জুড়ল নতুন পালক। টুইটারে ফলোয়ার সংখ্যার ভিত্তিতে বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে তিন নম্বরে উঠে এলেন মোদী।

বুধবার (১১ সেপ্টেম্বর) মোদীর টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ১০ হাজারেরও বেশি। ফলোয়ার সংখ্যার বিচারে বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে তিন নম্বর অবস্থানে মোদী।

মোদীর টুইটার অ্যাকাউন্ট

রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরিখে মোদীর উপরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে টুইটারে ট্রাম্পের ফলোয়ার সংখ্যা প্রায় ৬ কোটি ৪০ লাখ। ফলোয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমানে টুইটারে ওবামার ফলোয়ার সংখ্যা প্রায় ১০ কোটি ৮৭ লাখ।

প্রসঙ্গত, ২০০৯ সালের জানুয়ারিতে টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাকে ফলো করতে শুরু করে তাঁর ভক্ত-অনুগামীরা। মোদী সরকারের সকল সাফল্যের খতিয়ান, নিজের বক্তৃতা, শুভেচ্ছাবার্তা পাঠানোর মাধ্যম হিসাবেও টুইটার অ্যাকাউন্টই ব্যবহার করেন মোদী। তাছাড়া জনপ্রিয়তার নিরিখেও বর্তমানে ভারতের এক নম্বর নেতা নরেন্দ্র মোদীই। বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের তালিকায় তাঁর নাম থাকে একেবারে প্রথম সারিতেই।