আত্মনির্ভর ভারত গড়াই প্রধান লক্ষ্য: মোদী
নয়াদিল্লি: মার্কিন-ভারত বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে লগ্নি করার এর চেয়ে ভালো সময় আসেনি। এটাই সবচেয়ে উপযুক্ত সময় ভারতে লগ্নি করার। মোদী বলেন, ভারতে শক্তিক্ষেত্রে লগ্নির বিপুল সম্ভাবনা রয়েছে। মার্কিন কোম্পানিগুলি ভারতে লগ্নির ভালো সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যখন বাজার উন্মুক্ত, প্রচুর সুযোগ-সুবিধা, একাধিক বিকল্প রয়েছে তখন আশাবাদ পিছনে থাকতে পারে না। ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেটিংয়ে ভারত যথেষ্ট উন্নতি করেছে। বিশেষ করে বিশ্বব্যাঙ্কের ইজ অফ ডুয়িং বিজনেস।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশে প্রতিবছরই প্রত্যক্ষ বিদেশী লগ্নির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ২০১৯-২০ তে ভারতে এফডিআই ছিল ৭৪ বিলিয়ন। এর আগের বছরের তুলনায় যা ২০ শতাংশ বেশি।
নমো বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে 5G, বিগ ডেটা অ্যানালিক্স, কোয়ান্টাম কমপুটেশন, ব্লক-চেন ও ইন্টারনেটের মতো প্রযুক্তির ক্ষেত্রে প্রচুর লগ্নি করার সুযোগ রয়েছে। ভারত হচ্ছে সুযোগের দেশ। এখন শহুরে মানুষের চেয়ে গ্রামে বেশি ইন্টারনেট ব্যবহার হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষিক্ষেত্রে আমূল সংস্কার করা হয়েছে। প্রতিবছর ২২ শতাংশ করে বাড়ছে স্বাস্থ্যক্ষেত্র। টেলি মেডিসিন ও মেডিকাল প্রযুক্তিতে অগ্রণী ভূমিকা নিচ্ছে ভারতীয় সংস্থারা। আরও বৃদ্ধি করতে হবে ঘরোয়া অর্থনীতির ক্ষমতা। আন্তনির্ভর ভারত গড়তে চাই আমেরিকার সহযোগিতা।
নমো জানান, ক্রমেই ভারত গ্যাস ভিত্তিক অর্থনীতির দিকে এগোচ্ছে, এতে মার্কিন সংস্থাগুলি বড় লগ্নি করতে পারে। পরিকাঠামো নির্মাণের জন্য ভারতে এসে রাস্তা, বাড়ি, বন্দর বানাতে পারে মার্কিন সংস্থাগুলি।