Thursday, June 19, 2025
Latestরাজ্য​

নারদা কাণ্ডে ধৃত মির্জার জামিনের আবেদন খারিজ করে দিল সিবিআই আদালত

কলকাতা: নারদ স্টিং অপারেশন কাণ্ডে ফের আইপিএস এসএমএইচ মির্জার জামিনের আবেদন খারিজ করে দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এই নিয়ে চতুর্থবারের জন্য মির্জার জামিনের আবেদন খারিজ করে দিল সিবিআই বিশেষ আদালত। নারদ কাণ্ডে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে মির্জার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১৩ নভম্বর পর্যন্ত বাড়ালেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়।

মির্জার আইনজীবী সায়ন দে তাঁর জামিনের পক্ষে সওয়াল করে বলেন, এক মাস বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন মির্জা। জেলে থাকাকালীন তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। তদন্তের অগ্রগতি নেই, তাহলে কেন জেলে রাখা হবে মির্জাকে? তবে সেই যুক্তির বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, মির্জা একজন প্রভাবশালী ব্যক্তি এবং এই পর্যায়ে তাঁর জামিন মঞ্জুর হলে তদন্ত ব্যাহত হতে পারে।

দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর, সিবিআইয়ের বিশেষ আদালত মির্জার জামিনের আবেদন খারিজ করে দেয়। তাঁকে ফের ১৪ দিনের জন্য অর্থাৎ আগামী ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে।

২০১৪ সালে নারদ নিউজের তরফে স্টিং অপারেশনটি করেন ম্যাথু স্যামুয়েল, সেই সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা। নারদ ভিডিওতে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা যায় মির্জাকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জার সঙ্গে দেখা করেছিলেন তিনি।