Monday, June 16, 2025
Latestখেলা

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে কাতর আর্জি জানালেন দানিশ কানেরিয়া

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া শুধুমাত্র হিন্দু হওয়ায় জেরে চরম বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। শোয়েব আখতার বিষয়টি প্রকাশ্যে আনার পর তোলপাড় শুরু হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। শোয়েব আখতারের এই বিস্ফোরক মক্তব্যের পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সাহায্য প্রার্থনা করেন দানিশ কানেরিয়া।

কিন্তু শোয়েবের দাবি নস্যাৎ করে দেন পাক অধিনায়ক ইনজামাম উল হক, জাভেদ মিয়াঁদাদ ও শহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা। তাই বাধ্য হয়ে এবার তাই ইউটিউব চ্যানেলে ফের মুখ খুললেন দানিশ কানেরিয়া। তিনি বলেছেন, আপনারা তো আমার হাত-পা কেটে দিয়েছেন।

গেরুয়া পোশাক পরা ওই ভিডিওতে কানেরিয়া শুরুতে বলেন, নমস্কার, প্রণাম, জয় শ্রীরাম। এরপর অভিযোগ করেন, পাকিস্তানে তার রোজগারের সমস্ত রাস্তা বন্ধ। ক্রিকেট থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি, টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষজ্ঞ হিসেবেও তাকে কাজ দেয়া হচ্ছে না। যেগুলোতে কাজ করেছিলাম, সেগুলোর টাকাও আটকে দিয়েছেন। আপনারা কি চান? আপনারা তো আমার হাত-পা কেটে দিয়েছেন। এরপরেও কি আপনারা চান, আমি নিজেকে শেষ করে ফেলি?

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রসঙ্গে দানিশ কানেরিয়া বলন, আমি দেশের সাথে বেইমানি করিনি। সবসময় ধর্মের আগে দেশকে রেখেছি। ক্রিকেটের সাথে কোনও সমঝোতা করিনি। আর যারা সত্যিকারের ফিক্সিংয়ে জড়িত তারাই এখন পিসিবিতে বসে আছেন।