Thursday, September 19, 2024
দেশ

মহিলাদের নেল পলিশ ব্যবহার করা ইসলাম বিরোধী, ফতোয়া জারি দারুল উলুমের

লখনউ: ফের বিতর্কিত ফতোয়া জারি ইসলামি সংগঠন দারুল উলুমের। এবার উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুম ফতোয়া জারি করেছে, মুসলিম মহিলারা নেল পলিশ ব্যবহার করতে পারবেন না। দারুল উলুমের সদস্য মুফতি ইশরার গৌরা বলেন, দারুল উলুমের পক্ষ থেকে একটি ফতোয়া দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মেয়েরা তাদের নখে নেল পলিশ লাগাতে পারবেন না। কারণ এটি ইসলামে কঠোর ভাবে নিষিদ্ধ। এর পরিবর্তে তাঁরা নখে মেহেদি লাগাতে পারেন।

এর আগেও একাধিকবার অদ্ভূত ধরনের ফতোয়া দিয়ে খবরে এসেছে দারুল উলুম। দারুল পরিচালিত স্কুলে জনৈক আবদুল আজিজ প্রশ্ন করেছিলেন, এক জন নারী বা পুরুষ শেভিং বা ওয়্যাক্সিং করালে তা ঠিক কি না। উত্তরে সংগঠনের তরফে জানানো হয়েছে, ফতোয়া দপ্তরের মত অনুযায়ী গোঁফ-বাহুমূল-শরীরের নীচের অংশের লোম তোলার কোনও নিয়ম শরিয়ত সমর্থন করে না। সংগঠনের তরফে জানানো হয়, শেভিং বা ওয়্যাক্সিংয়ের মাধ্যমে শরীরের লোম তোলা খলিফ-এ-আদাব (সংস্কৃতির বিরুদ্ধে)।

এর আগে ফেব্রুয়ারি মাসে সংগঠন বলেছিল দোকানে পরপুরুষের হাতে চুরি পরা ‘ভুল এবং পাপ’। ফতোয়া বলা হয়, মুসিলম মহিলারা চুল ছাঁটতে পারবেন না, ভ্রু প্লাক করতে পারবেন না বা ছাঁটতে পারবেন না। মওলানা সাদিক কাসমি বলেন, মুসলিম মহিলাদের উচিত বিউটি পার্লার থেকে দূরে থাকা। কারণ কোনও মহিলাকে পুরুষদের আকর্ষণ করার অনুমতি দেয় না ইসলাম।

মওলানা সাদিক আরও বলেন, ইসলামে কোনও পুরুষের দাড়ি কাটার অনুমতিও নেই। মহিলাদের ক্ষেত্রে ভ্রু প্লাক করা, চুল কাটা, মেকআপ করা, লিপস্টিক লাগানো নিষিদ্ধ। বিতর্কিত এ ধরনের ফতোয়া নিয়ে দেওবন্দের মৌলানা সেলিম আশরাফ কাজমি বলেন, শরিয়তি আইন অনুযায়ী এই ফতোয়া একেবারেই সঠিক।