Monday, June 16, 2025
Latestরাজ্য​

জেহাদি কার্যকলাপ চলছে বাংলায়: লকেট চট্টোপাধ্যায়

কলকাতা: নৈহাটিতে গঙ্গার পাড়ে তীব্র বিস্ফোরণে কেপে উঠল। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে কাঁপল গঙ্গার ওপাড়ে হুগলির চুঁচুড়াও। জানা গিয়েছে, সেখানে বাড়ির কাচও ভেঙে গিয়েছে কাঁপনের তীব্রতায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জেহাদি কার্যকলাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তোপ দাগেন হুগলির বিজেপি সাংসদ লকেট।

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এত বড় বোমা বিস্ফোরণ তাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জলের মধ্যে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল। এই বিস্ফোরণ দেখে মনে হচ্ছে দেখে পশ্চিমবঙ্গ উড়ে যেতে পারত। জেহাদিরা এসে বসবাস করছে। জেহাদি কার্যকলাপ চলছে বাংলায়। অথচ কারও কোনও মাথাব্যথা নেই।

লকেট চট্টোপাধ্যায় বলেন, আমরা খাগড়াগড় বিস্ফোরণ দেখেছি, পিংলা দেখেছিলাম। মৃতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাও কারও কিছু যায় আসে না।


বিজেপি সাংসদ লকেট আরও বলেন, বাজি নিষ্ক্রিয় করার সময় কেন এত পুলিশের গাড়ি গিয়েছিল ছাইঘাটে? তারা কি গোপন করার চেষ্টা করছে? পুলিশেরও ধারণা নেই বোমার স্তূপে উপর বসে রয়েছে গোটা রাজ্য।

এ বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, এ ঘটনায় তদন্তের দরকার আছে। বড়সড় চক্রান্ত রয়েছে। আজকে বিস্ফোরণের তীব্রতায় একটা বাচ্চা মারা গিয়েছে। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাব। এঈ ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন অর্জুন সিং।