প্রয়াত হলেন পদ্মশ্রী জয়ী সাহিত্যিক নবনীতা দেবসেন
কলকাতা: মারা গেলেন বাংলা সাহিত্যের দিকপাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা নবনীতা দেব সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পদ্মশ্রী-সম্মানে ভূষিত লেখিকা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেনের প্রাক্তন স্ত্রী নবনীতা দেবসেন।
নবনীতার জন্ম কলকাতায়। মাতা রাধারানি দেবী ও পিতা নরেন্দ্রনাথ দেব। বাবা ও মা দুজনেই কবি, নবনীতাও আজীবন কাব্যচর্চা করে গিয়েছেন। কবিতা-গদ্যতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি ‘রামকথা’ নিয়ে কাজ করছেন। সীতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি রামকথার বিশ্লেষণ করেছেন। ‘চন্দ্রাবতী রামায়ণ’ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
নবনীতা দেবসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক ছিলেন। গোখেল মেমোরিয়াল স্কুল থেকে পাশ করার পর তিনি ভর্তি হন লেডি ব্রেবোর্ন কলেজে। এরপর প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও পড়েছেন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যান হার্ভার্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।
১৯৫৯ সালে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।তাঁর দুই কন্যার নাম হল– অন্তরা দেব সেন ও নন্দনা সেন। নটী নবনিতা’র জন্য ১৯৯৯ সালে তাঁকে সাহিত্য অ্যাকাডেমি সম্মান পান। ২০০০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন।