ডোভালের উদ্যোগ সফল, শীর্ষ কম্যান্ডার-সহ ২২ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিকে ভারতের হাতে তুলে দিল মায়ানমার
নেপিদ: তিন শীর্ষ জঙ্গি কম্যান্ডার-সহ ২২ জঙ্গিকে ভারতের হাতে তুলে দিল মায়ানমার সেনা। শুক্রবার এই জঙ্গিদের বিশেষ বিমানে করে ভারতে নিয়ে আসা হয়েছে। এই জঙ্গিরা ‘ মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছে। শীর্ষ স্থানীয় জঙ্গিরা হলেন, ন্যাশনাল ডেমোক্যাটিক ফ্রন্ট (NDFB)-এর রাজেন দায়মারি, মণিপুরের ইউনাইটেড ন্যাশনাল লিবারেল ফ্রন্ট (UNLF)-এর ক্যাপ্টেন সানাতোম্বা নিংথোজাম এবং পিপলস রেভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (PREPAK)-এর লেফটেন্যান্ট পশুরাম লাইসরাম।
এই ২২ জন জঙ্গির মধ্যে ১২ জন যুক্ত রয়েছেন UNLF, PREPAK (Pro), কাংলেই ইয়াওল কন্না লুপ (KYKL) এবং পিপলস লিবারেশন আর্মি অব মণিপুর- এই ৪টি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে। এবং বাকি ১০ জন NDFB এবং কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO)-এর সঙ্গে জড়িত।
জানা গেছে, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের তত্পরতায় এটা সম্ভব হয়েছে। এক শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, এটা একটা বড় পদক্ষেপ। ভারত- মায়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। জানা গিয়েছে, এই ২২ জঙ্গিকে নিয়ে প্রথমে বিমানটি ইম্ফলে যাবে। তার পর সেখান থেকে যাবে গুয়াহাটিতে। দু’রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়া হবে এই জঙ্গিদের।
ওই আধিকারিক আরও বলেন, এই প্রথম মায়ানমার সরকার ভারতের আবেদনে সাড়া দিয়ে উত্তর-পূর্বের জঙ্গিদের ভারতের হাতে তুলে দিল।যা দু’দেশের মধ্যে প্রতিরক্ষা এবং গোয়েন্দাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দিকটি তুলে ধরেছে।