ভিন্ন অবস্থান, মানেই প্রতিদ্বন্দ্বী নয়: রাজ্যপাল জগদীপ ধনকর
কলকাতা: একজনের সঙ্গে অন্যজনের মতের অমিল থাকা মানেই, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নন, বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যকে মোটেও ভালোভাবে নেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল। রবিবার এহেন মন্তব্য করলেন রাজ্যপাল।
হাওড়ার একটি অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, কারও মতের সঙ্গে মিল হতে হবে, এমনটার কোনও মানে নেই, এবং তারমানেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় না। কারও নাম না করে রাজ্যপাল বলেন, দু’জনের আলাদা দৃষ্টিভঙ্গি রাখার অধিকার আছে। তিনি বলেন, আমি আমার মতামত জানিয়েছি, আপনি আপনারটা জানিয়েছেন। তবে আমরা ভিন্নমতেই সহাবস্থান করতে পারি।
বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক বন্ধু প্রকাশ পাল ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও শিশুসন্তান অঙ্গনকে নিশৃংসভাবে খুন করে দুষ্কৃতীরা। বাড়ির মধ্য থেকেই রক্তাক্ত অবস্থায় তিনজনের দেহ উদ্ধার করা হয়। মৃত স্কুল শিক্ষক আরএসএস সমর্থক ছিলেন বলে দাবি করেছে সংঘ পরিবার।
এই ঘটনায় বৃহস্পতিবার রাজ্যপালের তরফে বিবৃতি জানানো হয়। নির্মম এই হত্যার ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, রাজ্যের জন্য এটি উদ্বেগজনক একটি ঘটনা এবং এটি বর্তমান রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরই একটি প্রতিফলন।