Sunday, June 22, 2025
Latestদেশ

সন্ত্রাসবাদ দমনে ভারতকে আমেরিকার মতো কঠোর হতে হবে: সিডিএস বিপিন রাওয়াত

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বললেন, যতদিন পর্যন্ত কিছু দেশ সন্ত্রাসবাদে মদত দিতে থাকবে ততদিন সন্ত্রাস বন্ধ করা যাবে না। সন্ত্রাসবাদের থেকে বাঁচার একটাই উপায়, যেভাবে ৯/১১ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে পদক্ষেপ নিয়েছিল, ঠিক তেমনই পদক্ষেপ নিতে হবে। তবেই দমন করা যাবে সন্ত্রাসবাদকে।

বৃহস্পতিবার নাম না করে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন সিডিএস বিপিন রাওয়াত। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কিছুতেই শেষ হচ্ছে না, লাগাতার সন্ত্রাসবাদ চলছে। আমাদেরও এর সঙ্গে ক্রমাগত লড়াই করে যেতে হচ্ছে। যতক্ষণ না আমরা সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে না পারছি ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

জেনারেল রাওয়াত বলেন, সন্ত্রাসবাদের অবসান ঘটানোর একমাত্র একটাই পথ আছে। ঠিক যেভাবে ৯/১১ সন্ত্রাস হামলার পর আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, তেমনটি করলেই সমূলে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব।


নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, শুধু সন্ত্রাসবাদীদের শিক্ষা দিতে হবে তাই-ই নয়, যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদেরও শিক্ষা দিতে হবে।

তিনি বলেন, যে সব দেশ সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। বিপিন রাওয়াত বলেন, তাঁর মতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলিকে যেভাবে কালো তালিকাভুক্ত করেছে তা অত্যন্ত সময় উপযোগী। প্রয়োজনে এই দেশগুলিকে কূটনৈতিক ভাবেও বিচ্ছিন্ন করতে হবে।