Monday, November 17, 2025
রাজ্য​

মুসলিমদের করোনার ভ্যাকসিন লাগবে না, আমাদের আল্লার দোয়া আছে: মাওলানা বরকতি

কলকাতা: করোনা আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমলেও দরকার কার্যকরী ভ্যাকসিন। তবে ইতিমধ্যেই ভ্যাকসিনে শুকরের চর্বি ব্যাবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মুসলিম সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের ওপর ওই ভাকসিন প্রয়োগ করা যাবে না। তাদের দাবি, এই ভ্যাকসিন মুসলিম সম্প্রদায়ের জন্য হারাম।

কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মাওলানা নুর-উর-রহমান বরকতি বলেন, গোটা বিশ্ব করোনার কবলে কিন্তু তাই বলে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ভাইরাসকে ভয় পায় না এবং তাদের ভ্যকসিনের প্রয়োজন নেই। মুসলিমরা ভ্যাকসিন ব্যবহার করবে না।

মাওলানা বরকতি জানান করোনা ভাইরাস কখনই মুসলিমদের ভয়ের ছিল না। বরং এটা হিন্দুদের ওপর প্রভাব ফেলেছে, তাঁরা ভয় পেয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় করোনার কোন প্রভাবই পড়েনি। আমাদের ওপর আল্লার দোয়া আছে, তাই আমরা এখনও সুরক্ষিত আছি।

তিনি সাফ জানিয়েছেন, কোন মুসলিম ভাইয়েরা এই করোনার ভ্যাকসিন ব্যবহার করবে না যতক্ষণ না পর্যন্ত কোন মুসলিম পন্ডিত এই ভ্যাকসিনের ফর্মুলা দেখে নির্দেশ দেবে। তিনি বলেন, এটা আমাদের জন্য ক্ষতিকারক। শুকরের মাংস খাওয়া বা ব্যবহার করা-উভয়ই ইসলামে হারাম। তাই এই ভ্যাকসিনের ফর্মুলা প্রথমে কোন ইসলামিক পন্ডিতের সামনে দেখাতে হবে তার পর মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে তা প্রয়োগ করা হবে।

সম্প্রতি উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ’ এর এক মৌলবীও এই একই কথা বলেছেন। শুক্রবার মুম্বাইয়ের রাজা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ নুর অবিলম্বে করোনার ভ্যাকসিন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।