সরকারি চাকরি চাই না, আমরা চাই বাচ্চা নিতে: মুসলিম সাংসদ বদরুদ্দিন আজমল
গুয়াহাটি: খসড়া আগেই প্রকাশ করা হয়েছিল, এবার তা আইনে পাস করল অসম সরকার। যার জেরে ২০২১ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে নয়া নীতি রাজ্য সরকারের। নিয়মে বলা হয়েছে, দু’য়ের বেশি সন্তান থাকলে আর মিলবে না সরকারি চাকরি। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে জানা যায়। তবে শনিবার এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুসলিম সাংসদ বদরুদ্দিন আজমল।
অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির (AIUDF) নেতা বদরুদ্দিন আজমল বলেন, আমাদের দরকার নেই সরকারি চাকরির। কেবলমাত্র চাকরির জন্য বাচ্চার জন্ম দেওয়া বন্ধ করার পথে আমরা হাঁটব না। তিনি বলেন, সরকারি চাকরি চাই না, আমরা চাই বাচ্চা নিতে। তার অভিযোগ, মুসলিমদের চাকরি পাওয়া থেকে বিরত রাখতে রাজ্য সরকার এই আইন নিয়ে এসেছে।
মঙ্গলবার অসমের শিল্পমন্ত্রী মোহন পটওয়ারি জানান, আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুই সন্তান নীতি না মানলে সরকারি চাকরি মিলবে না। এ প্রসঙ্গে বদরুদ্দিন আজমল বলেন, মুসলিমরা বাচ্চা নেওয়া বন্ধ করবে না। তার কথায়, আমাদের ধর্ম এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যারা বিশ্বে আসতে চান তারা আসবেন এবং কেউই এটি আটকাতে পারবে না।
বদরুদ্দিন আজমলের দাবি, বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকার আইন করে কিছুতেই দু’সন্তান নীতি কার্যকর করতে পারবে না। তার মতে, এই আইন পরিবেশের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধ। তিনি বলেন, এই আইনে মুসলিমদের সন্তানের জন্ম দেওয়া বন্ধ করতে পারবে না। মুসলমানরা সন্তান জন্মদান করতে চাইবে তাই করবে।
বদরুদ্দিন আজমল আরও বলেন, একদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত ১০-১০ শিশু জন্ম দেওয়ার কথা বলেন এবং অন্যদিকে রাজ্য সরকার বলেছে, দু’টির বেশি সন্তান জন্ম দিলে কোনও সরকারি চাকরি দেওয়া হবে না। প্রথমত, তারা কী চায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।