Friday, June 20, 2025
Latestদেশ

১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল: গিরিরাজ সিং

পাটনা: ফের বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ১৯৪৭ সালে দেশভাগের সময়ই ভারত থেকে সব মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল।

বিহারের পূর্ণিয়ায় আয়োজিত একটি জনসভায় গিরিরাজ সিং বলেন, ১৯৪৭ সালের আগে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য যখন লড়াই করে যাচ্ছিলেন, জিন্নাহ তখন দেশকে একটি ইসলামি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছিলেন। তখন আমাদের পূর্বপুরুষরা একটি বড় ভুল করেছিলেন। যদি সেই সময় কেবলমাত্র মুসলিমদের পাকিস্তানে পাঠানো হত এবং সব হিন্দুদের এখানে নিয়ে আসা হত, তাহলে এই দিন দেখতে হত না। ভারতের জনগণ যদি ভারতেই আশ্রয় না পান, তবে তাহলে তাঁরা কোথায় যাবেন?

সিএএ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, সিএএ বিরোধিতার নামে বিক্ষোভকারীরা ভারতবিরোধী কর্মসূচি পালন করছে, পাকিস্তানের মতো ভাষায় কথা বলছে কংগ্রেস, জেডিইউ এবং কমিউনিস্টরা। শারজিল ইমাম যখন বলেছিলেন, তিনি একটি ইসলামি রাষ্ট্র তৈরি করবেন এবং ভারতের গলা কেটে ফেলবেন, তখন এটা আর গণতান্ত্রিক আন্দোলন থাকে না, এটা খিলাফৎ আন্দোলনে পরিণত হয়।

পাশাপাশি, এনপিআর প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, এনপিআরে কোনও নথিই চাওয়া হয়নি। তাহলে এনপিআরের বিরোধিতা কেন? আসলে সুকৌশলে ভারতের অভ্যন্তরেই দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। দেশকে ভেঙে ফেলার জন্য এই আন্দোলন। এটা কোনও গণতান্ত্রিক আন্দোলন নয়, এটা খিলাফৎ আন্দোলন।