Saturday, June 21, 2025
Latestদেশ

পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলিমদের বিতাড়িত করা উচিত: শিবসেনা

মুম্বাই: উল্টো সুর শিবসেনার মুখে। গোটা দেশ যখন সিএএ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক তখনই ঘুরিয়ে হলেও সংশোধিত নাগরিকত্ব আইনকে (CAA) সমর্থন জানাল শিবসেনা। বৃহস্পতিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বাংলাদেশি এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার বিষয়ে মোদী সরকারকে সমর্থন করেছেন।

শনিবার শিবসেনা জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করা উচিত। দলের মুখপত্রে সামনার একটি সম্পাদকীয়তে শিবসেনা বলেছে, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করা উচিত। এক্ষেত্রে সন্দেহের কোনও অবকাশ নেই। তবে, এ জন্য নিজেদের পতাকার রঙ পরিবর্তন করুন। এটা খুবই হাস্যকর।


সামনায় দাবি করা হয়েছে, শিবসেনা কখনই পতাকার রঙ পরিবর্তন করেনি। সর্বদা গেরুয়াই থাকবে। শিবসেনা সর্বদাই হিন্দুত্বের জন্য লড়াই করেছে। সংশোধিত নাগরিকত্ব আইনে যথেষ্ট ফাঁক রয়েছে।

বৃহস্পতিবার রাজ ঠাকরে তাঁর দলের নতুন পতাকা উন্মোচন করেছেন যার রং গেরুয়া এবং পতাকাতে রয়েছে ‘রাজমুদ্রা’, যে চিহ্নটি একসময় ব্যবহার করতেন স্বয়ং শিবাজি। এ প্রসঙ্গে শিবসেনা বলেছে, হঠাৎ করে যারা হিন্দুত্ববাদী অবস্থান গ্রহণ করে তাঁদেরও স্বাগত জানানোর মতো যথেষ্ট বড় হৃদয় আছে আমাদের।