Thursday, September 19, 2024
দেশ

এবার অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের মন্ত্রী

বেঙ্গালুরু: অযোধ্যায় রাম মন্দির করতেই হবে। আদালতের রায় মেনেই হোক বা আইন প্রণয়ন করে। রাম মন্দির চাই। বিভিন্ন গেরুয়া সংগঠনের পক্ষ থেকে তোলা হচ্ছে এই দাবি। এরই মাঝে মন্দির ইস্যুর উত্তাপ আরও বাড়িয়ে এবার মসজিদেরও দাবি জানালেন কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী বিজে জামির আহমেদ খান। সংখ্যালঘু সম্প্রদায়ের এই মন্ত্রীর দাবি, শুধু মন্দির নয়, অযোধ্যার বিতর্কিত জমিতে মসজিদও তৈরি করা হোক।

শনিবার একটি অনুষ্ঠানে কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী জামির আহমেদ খান বলেন, কেবল কর্ণাটক কেন, সমগ্র দেশের কোনও মুসলিমই রাম মন্দিরের বিরোধিতা করছে না। কিন্তু মন্দিরের পাশাপাশি মসজিদও নির্মাণ করা প্রয়োজন। যেটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি আরও বলেন, আমরা রাম কেউ রাম মন্দিরের বিরোধী নয়, আমরা শুধু আমাদের অধিকারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, শুধুমাত্র কর্ণাটকের মুসলিমরা নয়, দেশের কোনও মুসলিমই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরোধী নয়। দেশের সকল মুসলিমই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষেই রয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে রাম মন্দির নির্মাণের দাবিতে আন্দোলনের জন্য ২৫ হাজার লোক নিয়োগ করতে চলেছে বজরং দল। এই ২৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাম মন্দির নির্মাণের দাবিতে আওয়াজ তুলে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবে বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদের ঔধ শাখার সম্পাদক ভোলেন্দ্র বলেন, রাম মন্দিরের জন্য আন্দোলন করতে বজরং দল ২৫ হাজার সদস্য নিয়োগ করবে। ডিসেম্বর মাসের ১৮ তারিখের মধ্যে ওই কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।