স্বপ্নাদেশ দিয়েছিল ভগবান রাম, ইসলাম ছেড়ে হিন্দু হল গোটা পরিবার
লখনউ: সপরিবারে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের শামলির বাসিন্দা শাহজাদ রানা নামে এক মুসলিম যুবক। তবে এর পিছনে কারণও দেখিয়েছে পরিবারের সদস্য শাহজাদ। ভগবান রামই নাকি স্বপ্নে এসে এই কাজ করতে বলেছেন তাঁকে। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আইনি পদ্ধতিতেই মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। হিন্দু ধর্ম নেওয়ার পর নিজের নাম রেখেছেন সঞ্জু রানা।
সঞ্জু রানার দাবি, তাঁর পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন। কিন্তু তাঁদের বলপূর্বক ধর্মান্তরিত করা হয়। হিন্দু থেকে তাঁদের ইসলামে ধর্মান্তরিত করা হয়। কিন্তু ভগবান রাম তাঁদের পথ দেখান। ধর্মান্তরিত পরিবারটি জানায়, ২০ দিন আগে সঞ্জুর স্বপ্নে আসেন ভগবান রামচন্দ্র। তিনিই ধর্মান্তরের নির্দেশ দেন। বলেন, হিন্দু ধর্মে ফিরে আসতে। ভগবান রামচন্দ্রের নির্দেশে ধর্মান্তকরণের সিদ্ধান্ত নেন সঞ্জু। পরিবারের সকল সদস্যই ইসলাম থেকে হিন্দুধর্ম গ্রহণ করেন।
A man along with his family in Shamli converted to Hinduism. Sanju Rana says,”My name was Shehzad. Recently Lord Rama came in my dream and said to me to return to Hinduism.We haven’t been forced to convert by anyone. We are happy to embrace Hinduism.” (2.11) pic.twitter.com/SgVwbywIr4
— ANI UP (@ANINewsUP) 3 November 2018
সংবাদ সংস্থাকে সঞ্জু জানান, কোনও চাপের মধ্যে পড়ে তিনি এই কাজ করেননি। তাঁর সমগ্র পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করে খুশি বলেও জানান তিনি। এদিকে হিন্দু ধর্ম নেওয়ার পরেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গণ্ডগোল বাধার আশঙ্কায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সঞ্জুর কথায়, হিন্দু ধর্ম গ্রহণ করাটা মোটেই সহজ ছিল না। তাঁর এই ধর্মান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হুমকি আসতে থাকে তাঁর পরিবারের উদ্দেশ্যে। সঞ্জু জানান, তাঁর নিজের কাকাই তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং তিনিও তাঁদের হুমকি দেন। তাঁদের প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে ইতিমধ্যেই থানায় বাড়তি নিরাপত্তার আবেদন জানিয়েছেন রানা। তারপরেই এলাকায় নজরদারি শুরু করেছে পুলিশ।