অযোধ্যা রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে: মুসলিম ল বোর্ড
লখনউ: অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। একমাসের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাফরইয়াব জিলানি।
জাফরইয়াব জিলানি বলেন, মসজিদ তৈরির জন্য শীর্ষ আদালত যে পাঁচ একর জমি দিতে চেয়েছে তা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। শরিয়ত অনুযায়ী অন্য কারও দেওয়া জমি মসজিদের জন্য নেওয়া সম্ভব নয়। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাব আমরা।
Zafaryab Jilani, All India Muslim Personal Law Board (AIMPLB): We will file a review petition. We cannot accept any other piece of ordinary land according to Sharia law, we want the same Babri Masjid land. pic.twitter.com/3vNNXp2BoY
— ANI UP (@ANINewsUP) November 17, 2019
প্রসঙ্গত, অযোধ্যা মামলার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, অযোধ্যায় মসজিদের জন্য পাঁচ একর জমি দিতে বলা হয়েছে।
অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার আবেদনের ব্যাপারে জমিয়তে উলেমায়ে হিন্দের প্রাক্তন প্রধান মওলানা আরশাদ মাদানি বলেন, আমরা জানি এই পিটিশন খারিজ হবে, তবুও আমরা এ আবেদন দাখিল করব। কারণ পিটিশন দাখিল করা আমাদের অধিকার।
অন্যদিকে, সুন্নি ওয়াক্ফ বোর্ড জানিয়েছে, এই ধরনের কোনও পদক্ষেপে উত্তেজনা বাড়তে পারে, তাই শেষ হয়ে যাওয়া একটি বিষয়কে খুঁচিয়ে তুলতে চায় না তাঁরা।