কাশ্মীর ইস্যুতে পাশে নেই মুসলিম দেশগুলোও, চরম হতাশায় পাকিস্তান
ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতের বিরুদ্ধে কার্যত লড়াইয়ের ডাক দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুরু থেকেই টুইটারে কাশ্মীর নিয়ে ভারত বিরোধী একের পর এক বার্তা দিতে থাকে ইমরান খান। সেইসঙ্গে আন্তর্জাতিক মহলেও চলে চলে দৌড়ঝাঁপ। তবে আন্তর্জাতিক মহলের তো তেমন সমর্থন জোগাতে পারেনি পাকিস্তান। উপরন্তু কাশ্মীর ইস্যুতে হুঙ্কার দিলেও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁচ স্থায়ী সদস্য (পি৫) ও মুসলিম দেশগুলির থেকেও কোন বিষয়েই সমর্থন না পাওয়ায় মুশকিলে পড়েছে পাকিস্তান। এনিয়ে একধরনের হতাশায় পড়েছে পাকিস্তান।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ফুলের সঙ্গে নেই। পি৫-এর কোনো একজন সদস্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা নিয়ে কোনও ধোঁয়াশা থাকা উচিত নয়।
কুরেশি আরো বলেন, মুর্খের স্বর্গে বাস করে কোনও লাভ নেই। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কেউ আমাদের জন্য ফুলের মালা হাতে অপেক্ষা করছে না। কোনো বিষয়ে আবেগ প্রকাশ করা খুব সহজ, আরও সহজ তার প্রতিবাদ করা। কিন্তু কোনো বিষয়কে বুঝে ঠিকমতো এগিয়ে যাওয়া কঠিন।
তিনি বলেন, অনেকে দেশের বিনিয়োগের আগ্রহ রয়েছে সেখানে (ভারতে)। আমি ইঙ্গিতগুলিতে আগেই বলেছি, আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এটা ১ বিলিয়ন মার্কিন ডলারের বাজার, অনেক লোকের সেখানে বিনিয়োগ করার আগ্রহ আছে।
কুরেশি আরো বলেন, আমরা কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলো যারা ইসলামের রক্ষক তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তাঁরাই ভারতে বিনিয়োগ করেছে এবং তাদের সেখানে স্বার্থ আছে।