Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

পশু চিকিৎসক ধর্ষণকাণ্ডে খুনিদের প্রকাশ্যে ফাঁসির দাবি রূপার

হায়দরাবাদ: তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। ২৬ বছরের পশু চিকিৎসককে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই ঘটনাকে তুলে ধরে তিনি দেশের নারী ও শিশুদের সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। দোষীদের প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়ার দাবি জানালেন তিনি।

টুইটে বিজেপি সাংসদ রূপা লিখেছেন, তোমায় রক্ষা করতে পারিনি। এ জন্য আমি দুঃখিত। এই মামলার খুব শ্রীঘ্রই সম্ভব সমাধান প্রয়োজন এবং খুনিদের জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিৎ।


গত বুধবার রাতে হায়দরাবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসককে গণধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে। অভিযুক্তরা হল মহম্মদ আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ঘণ্টাখানেক ধরে ওই ৪ অভিযুক্ত ওই মেয়েটির পাশবিক অত্যাচার চালায় এবং তারপর তাঁকে খুন ফেলে। এরপর রাত আড়াইটার দিকে চাট্টানপল্লির কালভার্টের নীচে তাঁর দেহটি ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, নির্যাতিতার মায়ের অভিযোগ, পুলিশ যদি দ্রুত তৎপর হতো তা হলে হয়তো বাঁচানো তাদের মেয়েকে। তাঁর মায়ের দাবি, বিপদের আভাস পেয়ে তরুণীর ছোট বোন তোন্ডাপাল্লি টোল প্লাজায় পৌঁছে দিদির খোঁজ করেছিলেন। না পেয়ে মা-বাবাকে জানালে তাঁরা থানায় অভিযোগ করেন।

নির্যাতিতার মায়ের কথায়, আমার ছোট মেয়ে প্রথমে আরজিআইএ থানায় গিয়েছিল। কিন্তু আরজিআইএ পুলিশ বলে, সেটি শামসাবাদ থানার ঘটনা। ফলে এক থানা থেকে আরেক থানায় ঘোরাঘুরি করতেই দু’থেকে তিন ঘণ্টা চলে যায়।