বাবা নেই, মা বাস কন্ডাক্টর, ছেলে সুযোগ পেল ভারতের অনূর্ধ্ব ১৯ টিমে
মুম্বাই: বিখ্যাত ব্যক্তিদের ব্যর্থতাকে পিছনে ফেলে সফল হওয়ার গল্প আমাদেরকে সর্বদা সফল হওয়ার অনুপ্রেরণা জোগায়। এবার এক ক্রিকেটারের কাহিনি সামনে এল। বাবা মারা গিয়েছিলেন ৯ বছর বয়সে। বাবা মারা যাওয়ার পর মা রোজগারের জন্য বাসের কন্ডাকটরের পেশা বেছে নেন। সেই লেডি বাস কন্ডাক্টরের ছেলেই ভারতের অনূর্ধ্ব ১৯ টিমে সুযোগ পেলেন।
সম্প্রতি যুব এশিয়া কাপের জন্য ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন অথর্ব আঙ্কোলেকর। তাঁর মা বৈদেহি আঙ্কোলেকর মুম্বাইয়ে বাস কন্ডাক্টরের কাজ করেন। ২০১০ সালে অথর্বের যখন মাত্র ৯ বছর, তখন তাঁর বাবা বিনোদ মারা যান। তিনি বাস কন্ডাক্টর ছিলেন। স্বামী মারা যাওয়ার পর সেই জায়গায় বাস কন্ডাক্টরের চাকরি পান বৈদেহি।
সেখান থেকেই বৈদেহি ছেলেকে পড়াশুনোর পাশাপাশি ক্রিকেটার করে তোলার জন্য লড়াই শুরু করেন। ভারতীয় টিমে অথর্বকে নেওয়া হয়েছে বাঁ হাতি স্পিনার হিসেবে। অনুর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়ার হয়ে খেলার সময় নিজের সেরাটা দিয়ে পারফর্ম করবেন জানিয়েছন অথর্ব।
শ্রীলঙ্কায় ইয়ুথ এশিয়া কাপে খেলবেন বৈদেহীর ছেলে অথর্ব আঙ্কোলেকর। ছেলে যেদিন জাতীয় দলে সুযোগ পায় সেদিন মা বৈদেহী ৪০ হাজার শুভেচ্ছা মেসেজ পেয়েছেন। বৈদেহী মারোল বাস ডিপোতে কাজ করেন। ১৮৬ নম্বর ও ৩৪০ নম্বর বাসে রোজ থাকেন তিনি।