দেশের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে
নয়াদিল্লি: জেনারেল বিপিন রাওয়াতের পর দেশের ২৮তম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন নারভানে। বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স পদে স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার সকালে বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে জেনারেল নারভানে ভারতীয় সেনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এর আগে গত সেপ্টেম্বরে সেনার উপপ্রধান হন নারাভানে। তার আগে সেনার পূর্বাঞ্চলীয় প্রধান ছিলেন তিনি। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে বহু দায়িত্ব সামলেছেন নারাভানে।
১৯৮৭ সালে ‘অপারেশন পবন’-এর সময় শ্রীলঙ্কায় ভারতীয় পিসকিপিং ফোর্সের সদস্য ছিলেন নারাভানে। পরম বিশিষ্ট সেবা মেডেল (PVSM) ও অতি বিশিষ্ট সেবা মেডেলেও (AVSM) সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। নাগাল্যান্ডে আসাম রাইফেলসের ইন্সপেক্টর জেনারেল ছিলেন তিনি। জম্মু-কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসেও কাজ করেছেন তিনি। নারভানের বাবা মুকুন্দ নারাভানে ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন।
এদিনই প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে হলেন বিপিন রাওয়াত। তাঁর অবসরের একদিন আগেই তিন বাহিনীর সমন্বয়ে গঠিত চিফ অফ ডিফেন্স স্টাফের প্রধান হিসাবে রাওয়াতের নাম ঘোষণা করে কেন্দ্র। নিয়ম অনুযায়ী, চিফ অফ ডিফেন্স স্টাফের বয়স হবে ৬৫ বছর বা তার কম। সেই অনুসারে আগামী তিন বছর তিন মাস সিডিএসের দায়িত্বে থাকবেন রাওয়াত। ২০২৩ সালের মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন বিপিন রাওয়াত।