Sunday, March 16, 2025
Latestরাজ্য​

আমি মমতা নই, যে সিবিআই দেখলে পালাব, কালকে যাব সিবিআই দফতরে: মুকুল রায়

কলকাতা: নারদ কাণ্ডে আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার মুকুল রায়কে তলব করেছিল সিবিআই। তবে দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকার কারণে শুক্রবার সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে যেতে পারেননি তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, শনিবার দুপুর তিনটের পর সিবিআই দফতরে যাব।

মুকুল রায় জানিয়েছেন, শুক্রবার কিছু দলীয় কর্মসূচি ছিল। শনিবার তিনটে পর্যন্ত মহালয়ার তর্পণের শুভ তিথি রয়েছে। তর্পণের সময় শেষ হলেই আমি যাব। তিনি আরও জানান, তদন্ত এজেন্সি যাকে মনে করবে ডাকতে পারে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তদন্ত এজেন্সিকে সহযোগিতা করাটা আমার কর্তব্য।

তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে বিজেপি নেতা মুকুল রায় বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই, যে সিবিআই দেখলে পালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে যাচ্ছেন, সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা কর।

সূত্রের খবর, সিবিআই ধৃত মির্জাকে জেরার পর কিছু তথ্য পেয়েছে। তার ভিত্তিতেই তাঁকে ও মুকুলকে মুখোমুখি বসিয়ে তাঁরা জেরা করতে চায়।

প্রসঙ্গত, নারদ স্টিং অপারেশনের ফুটেজ সামনে আসার সাড়ে তিন বছরের মাথায় প্রথম গ্রেফতারির ঘটনা ঘটল নারদ মামলায়। বৃহস্পতিবার রাজ্য পুলিশের আইপিএস সৈয়দ মহম্মদ হোসেন মির্জাকে গ্রেফতার করল সিবিআই।