Sunday, September 15, 2024
রাজ্য​

রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই: মুকুল রায়

কলকাতা: হাইকোর্টে রথযাত্রা আটকে যাওয়া সম্পর্কে বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই। তাই আমরা গণতন্ত্র বাঁচানোর জন্য রথযাত্রা করছি। এই রথযাত্রার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই। আমাদের সভা করার অনুমতি দেবে কী দেবে না, সেটা বড় কথা নয়, আমাদের রথযাত্রা সময় দিন মেনেই হবে।

মুকুল রায়ের অভিযোগ, কোচবিহারে তৃণমূলের সভাপতি আসলে পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে। অন্য জেলাতেও তৃণমূল চালাচ্ছেন পুলিশ সুপাররা। তাই সকাল থেকে রাস্তায় নেমে কোচবিহারে আসার পথে বিজেপি কর্মীদের আটকে দেওয়া হচ্ছে।

এদিকে কোচবিহারের সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। রায়গঞ্জ থেকে কোচবিহারে যাওয়ার পথে পাহাড়পুর মোড়ে বিজেপি কর্মীদের বাস আটকে দেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। রাজ্যে আজ গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রায় যোগ দিতে কোচবিহারে যাচ্ছিলাম। কিন্তু রাজগঞ্জ থেকে বেসরকারি বাস নিয়ে কোচবিহারের যাওয়ার পথে পুলিশ আমাদের কর্মীদের পাহাড়পুর মোড়ে আটকে দেয়।