মমতা হেরে যাবেন বলে ভয় পেয়েছেন: মুকুল রায়
কলকাতা: প্রদেশ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সন্ময়কে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার বাম-কংগ্রেস-বিজেপি। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুকুল রায়। বিজেপি নেতা মুকুল রায় বলেন, ভোটে হেরে যাবেন বলেই ভয় পেয়ে এসব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুকুলবাবু বলেন, এটা বাক স্বাধীনতার উপর আক্রমণ করা হয়েছে। বাংলায় কোনও গণতন্ত্র নেই। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় হেরে যাবেন। তাই ভয় পেয়ে এসব করছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সোশ্যাল সাইটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরপাড়া থেকে সন্ময়কে গ্রেফতার করে পুরুলিয়া পুলিশ। সন্ময়ের পরিবারের অভিযোগ, কোনও পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে সন্ময়কে।
উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। এর নেপথ্যে মুকুল রায়ই অন্যতম কারিগর বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। তাছাড়া, মুকুলের হাত ধরে যেভাবে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েই চলেছে, তাতে ‘ঘুম উড়েছে’ তৃণমূলের। এই প্রেক্ষাপটে মমতার বিরুদ্ধে মুকুলের আক্রমণ গুরুত্বপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের।