Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

নারদ-কাণ্ডে সিবিআইয়ের সামনে হাজিরা দিলেন মুকুল রায়

কলকাতা: শনিবার সিবিআইয়ের তলবে দুপুরে হাজিরা দিতে যান বিজেপি নেতা মুকুল রায়। ২০১৬ সালের নারদ স্টিং অপারেশন মামলার বিষয়ে জবাবদিহি করার জন্যেই তাঁকে সমন পাঠায় সিবিআই। এর আগে গত বৃহস্পতিবার সিবিআই প্রাক্তন পুলিশ অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করে।

সংবাদসংস্থা আইএনএসের এক প্রতিবেদন অনুযায়ী, মুকুল রায় বেলা আড়াইটার দিকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে পৌঁছন। মুকুল রায় এবং মির্জাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। স্টিং অপারেশনের একটি অডিও টেপে দু’জনকে কথা বলতে শোনা যায়।

মুকুল রায় বলেন, আমাকে যখনই তলব করা হবে তখনই আমি সিবিআইয়ের কাছে যাব। এজেন্সি যদি অন্য কারও সঙ্গে যৌথভাবে আমাকে প্রশ্ন করতে চায়, তবে সেক্ষেত্রেও আমি সহযোগিতা করব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নই যিনি শুরু থেকেই বলেছিলেন সিবিআইকে সহযোগিতা করবেন না।

বিজেপি নেতা মুকুল রায় সারদা চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তের বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি বলেন, ওই মামলায় কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছে।

নারদ কাণ্ডের প্রধান ম্যাথু স্যামুয়েল একজন ব্যবসায়ীর ছদ্মবেশে স্টিং অপারেশনটি করেন। একজন আইপিএস অফিসার এবং বেশ কয়েকজন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রীকে টাকা নিতে দেখা যায়। তাঁদের মধ্যেই একজন ছিলেন মুকুল রায়। সেই সময় তিনি তৃণমূলে ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগদান করেন।

তবে ওই ফুটেজে মুকুল রায়কে কোনও টাকা লেনদেন করতে দেখা যায়নি। সেই বিষয়টি উল্লেখ করে মুকুল রায় বলেন, আমি কোনও টাকাও নিইনি, আমাকে কোনও প্রস্তাবও দেওয়া হয়নি। আমি আমার কাছে ব্যবসার বিষয়ে খোঁজ করতে আসা এক ব্যক্তিকে তাঁর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় জমির বিষয়ে মির্জার সঙ্গে দেখা করতে বলেছিলাম।