নাগরিকত্ব আইন বাতিল করার কোনও প্রশ্নই ওঠে না: মুখতার আব্বাস নকভি
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন কখনোই প্রত্যাহার করা হবে না। শনিবার নকভি মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, তাদের নাগরিকত্ব কোনভাবেই ঝুঁকিতে পড়বে না। কোনও ভারতীয় মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়, এই আইন শুধুমাত্র শরণার্থীর ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য।
নকভি বলেন, যারা নিজেদের স্বার্থে বিভ্রান্তি ও ভয় ছড়াচ্ছে তাদের জানা উচিত নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ কখনোই প্রত্যাহার হবে না। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। এই নয়া আইনের ফলে কোনও ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব কোনওভাবেই ঝুঁকিতে পড়বে না।
বিজেপি মন্ত্রিসভার মুসলিম সদস্য নকভি বলেন, সংশোধিত আইনটির সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনও সম্পৃক্তা নেই। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেন, আইনটি ভারতীয় নাগরিকদের জন্য নয়। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে যে কেউই ভারতের নাগরিকত্ব পেত। বর্তমান সংশোধনীটি আলাদা। গত ৫-৬ বছরে ৫০০ জনেরও বেশি মুসলমান ভারতের নাগরিকত্ব পেয়েছে। এখনও যদি চায়, তাও পাবে। তারও ব্যবস্থা রয়েছে।
নকভির অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী দলগুলি অপপ্রচার চালাচ্ছে। যা দেশের মুসলিম সমাজের মনে ভয়ের সঞ্চার করেছে। সেই ভয় দূর করতে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে দেশব্যপী প্রচার চালাবে বিজেপি। আইনিটি সম্পর্কে মানুষদের বোঝানো হবে।