Tuesday, June 24, 2025
Latestদেশ

ফের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি, একনজরে দেখে নিন ফোর্বসের তালিকা

নয়াদিল্লি: ফোর্বসের বিচারে ভারতে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান নিজের দখলে রাখলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। টানা ১২ বছর ধরে ফোর্বসে ভারতীয় ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন ডলার। দেশে আর্থিক মন্দা সত্ত্বেও ধনী ব্যক্তিদের তালিকায় ১ নম্বরে আম্বানি।

ফোর্বস প্রতি বছরই ধনীতমদের তালিকা প্রকাশ করে। সম্প্রতি ফোর্বস ভারতে ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে। মুকেশ আম্বানির পর ফোর্বসের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শিল্পপতি গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫.৭ বিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে থাকা হিন্দুজা গোষ্ঠীর মোট সম্পদের পরিমাণ ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। শাপুরজি পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি রয়েছেন ধনীদের তালিকায় চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার। উদয় কোটাক রয়েছেন তালিকায় পাঁচ নম্বরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।

ছয় নম্বরে থাকা এইচসিএলের শিব নাদারের মোট সম্পদের পরিমাণ ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। সপ্তম স্থানে থাকা ডি মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষণের মোট সম্পদের পরিমাণ ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। অষ্টম স্থানে থাকা আদি গোদরেজের মোট সম্পদের পরিমাণ ১২ বিলিয়ন মার্কিন ডলার। নবম স্থানেথাকা আর্সেলর মিত্তল গোষ্ঠীর লক্ষ্মী মিত্তলের মোট সম্পদের পরিমাণ ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় দশম স্থান থাকা আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লার  মোট সম্পদের পরিমাণ ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার।