অমিত শাহকে ‘ভারতের প্ৰকৃত লৌহ পুরুষ’, ‘প্ৰকৃত কৰ্মযোগী’, বললেন মুকেশ আম্বানি
গান্ধীনগর: সত্যিকারের ‘কর্মযোগী’ খুঁজে পেয়েছে ভারত, খুঁজে পেয়েছে নয়া ‘আয়রন ম্যান’কেও। অমিত শাহকে এভাবেই প্রশংসায় ভরিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
গান্ধীনগরের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুকেশ আম্বানি বলেন, অমিত ভাই, আপনি একজন সত্যিকারের কর্মযোগী, আপনি সত্যই আমাদের দেশের আয়রন ম্যান। প্রথমে গুজরাট এবং এখন ভারত আপনার মতো নেতৃত্ব পেয়ে ধন্য হয়েছে।
মুকেশ আম্বানি যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন অমিত শাহ নিজেই। মুকেশ আম্বানি বলেন, নিজের উচ্চাকাঙ্ক্ষার সীমাকে কখনই কমতে দেবেন না। কখনও বড় স্বপ্ন দেখতে দ্বিধা করবেন না। সবসময়ই মনে আশা রাখুন, আগামীর ভারত আপনার উচ্চাকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট সুযোগ সৃষ্টি করবেই।
গান্ধীনগর লোকসভা আসনের সাংসদ অমিত শাহ বলেন, ২০১৪ সালের আগ পর্যন্ত ভারতের অর্থনীতিকে বাঁচানোর কোনও চেষ্টাই করা হয়নি। গত পাঁচ বছরে আমরা এটিকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করতে সক্ষম হয়েছি।
মুকেশ আম্বানি তাঁর এদিনের বক্তৃতায় নরেন্দ্র মোদী সরকারের ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হিসাবে গড়ে তোলার উচ্চাভিলাষী লক্ষ্যকে সমর্থনও জানান।